1. admin@ajkerbangla24.com : admin :
বুধবার, ২৯ জুন ২০২২, ১২:৪৯ অপরাহ্ন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে সীমান্ত সুরক্ষা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৯৫ বার পঠিত

বাংলাদেশ সীমান্তে গুলি চালায় না। এ সুযোগে বিভিন্ন সময় মিয়ানমার থেকে অস্ত্র ও মাদক প্রবেশ করে। এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সীমান্ত সুরক্ষা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
আজ (মঙ্গলবার) সকালে সিলেটে ভারত সরকার প্রদত্ত লাইফসাপোর্ট অ্যাম্ব্যুলেন্স হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এখন আর কোনো ছাড় নয়। এভাবে অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচার আর হবে না।
রোহিঙ্গা  নেতা মুহিবুল্লাহ হত্যার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সারাবিশ্বেই হত্যাকাণ্ড হয়। তবে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ। অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। ।
মন্ত্রী আরও বলেন, নিজেদের ব্যবসার জন্য বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের অস্থিতিশীল করে তুলেছে বিভিন্ন এনজিও সংস্থা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এ সময় অতিথিরা অ্যাম্বুলেন্সের চাবি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ আজকের বাংলা ২৪
Themes customized By Theme Park BD