রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডের ৮ নং কমিউনিটি সেন্টারের পাশে একটি বাড়িতে নির্মাণ কাজ করার জন্য মাটি খননের সময় মর্টারশেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে স্থানটি নিয়ন্ত্রণে নিয়ে ঘিরে রেখেছে র্যাব-৪ এর একটি দল।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে র্যাবের বম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম বস্তুটি নিরাপদ স্থানে নিয়ে ডিস্পোজ করবে বলে জানিয়েছে সদর দফতর।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, মিরপুর-১ এর চিড়িয়াখানা রোডের রাইনখোলা বাজার এলাকায় দুপুরে মর্টারশেল সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। নিরাপদ স্থনে নিয়ে এটি ডিস্পোজ করা হবে।