সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনের নাম এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন এখানে ঘুরতে আসা দেশ-বিদেশে অগণিত পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
শুক্রবার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকার উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমি চাই নিজ এলাকার পর্যটন নিয়ে ভোলাগঞ্জের মানুষই লাভবান হোক। ছোট ছোট ব্যবসায়ীরা বড় আরও বড় ব্যবসায়ী হোক। এজন্য পর্যটনের জন্য যতটুকু জায়গা প্রয়োজন তা ছেড়ে দিয়ে অবদান রাখতে হবে ব্যবসায়ীদের।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকার বঙ্গবন্ধু মহাসড়কের পূর্ব সাইড থেকে নিজ দায়িত্বে ক্রাশার মিলগুলো সরিয়ে নেওয়ার আহবান জানান।
শুক্রবার সকালে ভোলাগঞ্জ উন্নয়ন কার্যক্রমের ফলক উন্মোচন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে সিলেট জেলার সহকারী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল কবীর, সিলেট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ শামীম, গোয়াইনঘাট সার্কেল প্রবাস কুমার সিংহ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অকিল বিশ্বাস, ইয়াকুব আলী প্রমুখ।