গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর পূবাইল জোনাল অফিসের আওতাধীন মাজুখান এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে একজনকে জরিমানা ও অপর আরেকজনকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে পূবাইল থানাধীন এলাকায় অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধ করার লক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় উপস্থিত ছিলেন- পল্লী বিদ্যুতের পূবাইল জোনাল অফিসের এজিএম মফিজুল ইসলাম বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে মাজুখান এলাকার ওয়ার্কশপ মালিক কে নগদ জরিমানা ও অপর আরেক গ্রাহককে ১মাসের জেল দেওয়া হয়। এছাড়া তাৎক্ষণিকভাবে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।