ময়মনসিংহ সিআইডি পুলিশ জেলা মহিলালীগ নেত্রীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জোসিদা খাতুন কোহিনুর (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে। বৃধবার বিকাল সাড়ে তিনটায় শহরের আকুয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সিআইডি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুলতান মাহমুদ বিকেলে এই খবর নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার নারী কোহিনুর খাতুনের ফেসবুক থেকে জানা যায় তিনি ‘কোহিনুর বহুমুখী নারী উন্নয়স সংস্থা’র সভাপতি এবং সক্রিয় আ.লীগ কর্মী।
সিআইডির ওই কর্মকর্তা জানান, ফেসবুক এ্যাক্টিভিস্ট উৎপল কর, জসীদা খাতুন কোহিনূর ও সঞ্জীব ইসলাম নামে তিন ব্যক্তি নিজ নিজ আইডি থেকে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অসৎ উদ্দেশে আক্রমণাত্মক ভীতি প্রদর্শক তথ্য-উপাত্ত প্রকাশ করে আ.লীগ নেত্রী স্বপ্না খন্দকার ও তার বোন লুৎফুন্নাহার লাকীর ছবি এডিট করে আ.লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের নামে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করে ফেসবুকে আপলোড করেন।
তিনি আরো জানান, এ ঘটনায় ময়মনসিংহ জেলা মহিলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার বাদী হয়ে চলতি বছরের ২১ আগস্ট ময়মনসিংহ কোতুয়ালি থানায় উল্লিখিত তিনজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। সেই মামলায় তিন আসামির মধ্যে জোসিদা খাতুন কোহিনুরকে গ্রেপ্তার করা হয়েছে।