কক্সবাজারের সাংবাদিক ইমাম খাইরের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের আয়োজন মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বটতলী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তব্য দেন- সাংবাদিক নুরুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদ, দেশ রুপান্তর প্রতিনিধি অধ্যাপক পুষ্পেন চৌধুবী, দৈনিক সাংঙ্গুর নিজস্ব প্রতিবেদক জাহেদুল ইসলাম, লোহাগাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী, এসএ টিভি প্রতিনিধি শাহজাদা মিনহাজ, আজাদী প্রতিনিধি মো মারুফ, সিপ্লাস টিভি প্রতিনিধি এরশাদ হোসাইনসহ প্রমুখ।
বক্তারা বলেন, গত ৫ নভেম্বর এক হত্যা মামলায় মোবাইলের কল লিস্টকে কেন্দ্র করে সন্দেহজনকভাবে কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ইমাম খাইরকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি জানান। অনতিবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।
উল্লেখ্য, সাংবাদিক ইমাম খাইর চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গু পত্রিকার কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক ও কক্সবাজার থেকে প্রকাশিত কক্সবাজার৭১ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।