1. admin@ajkerbangla24.com : admin :
সোমবার, ২৭ জুন ২০২২, ১২:১৮ অপরাহ্ন

ময়মনসিংহে সাংবাদিকদের জন্য প্রেস কাউন্সিলের কর্মশালা

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৮৯ বার পঠিত

ময়মনসিংহের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘সাংবাদিকতার নীতিমালা, প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক কর্মশালা সোমবার সকাল ১০টায় ময়মনসিংহ সার্কিট হাউজের হল রুমে শুরু হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা থেকে আগত সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।
কর্মশালায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পারভেজুর রহমান। সঞ্চালনা করেন প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মো. শাহ আলম।
বক্তব্য দেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, এমইউজের সভাপতি আতাউল করিম খোকন, সিনিয়র সাংবাদিক মো. আব্দুল হাফিজ, এএইচএম মোতালেব, গোলাম মোস্তফা, নিয়ামূল কবীর সজল, সাইফুল ইসলাম, নজীব আশরাফ প্রমুখ।
প্রশিক্ষণ শেষে অংশ গ্রহণকারী ৫০ জন সাংবাদিকের হাতে প্রত্যয়নপত্র তুলে দেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান ও অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ আজকের বাংলা ২৪
Themes customized By Theme Park BD