গাজীপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি চান্দনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রোটারিয়ান আলহাজ্ব শামসুদ্দিনসরকারের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার সকালে নিজ বাসভবনে দোয়া,এতিম ছাএদের খাবার বিতরণ, গরীব অসহায়দের সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, এ সময় আরও উপস্থিত ছিলেনগাজীপুর মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান রাহাত,যুবলীগ নেতা আব্দুল্লা আল মামুন, যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি,শেখ আব্দুল হালিম, শেখ আশরাফুল ইসলাম প্রমুখ,উল্লেখ থাকে যে মরহুম সামসুদ্দিন সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার ওয়াজমাহফিলের আয়োজন করা হয়েছে। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী।