তিন বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আর বৃষ্টির সম্ভাবনায় দেশজুড়ে তাপমাত্রা বেড়েছে। আকাশে মেঘের কারণে তাপমাত্রা বেড়েছে বলে অধিদফতর থেকে জানানো হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রাজধানীর তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ার তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের বেশি। মেঘের কারণে তাপমাত্রা বেড়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। মেঘের কারণে সারাদেশের তাপমাত্রা বাড়তি থাকবে। তবে মেঘের ভাব কেটে গেলে তাপমাত্রা কমবে। আজ বা আগামীকালের পর বৃষ্টির সম্ভাবনা থাকবে না।’
মো. বজলুর রশিদ বলেন, ‘বৃষ্টির পর তাপমাত্রা কমবে। সেক্ষেত্রে বলা যায়, আগামীকাল রাত থেকে তাপমাত্রা কমতে থাকবে। তবে শৈত্যপ্রবাহ হতে আরও দুই থেকে তিনদিন সময় লাগবে।’