হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা আতাউর রহমান নামে এক যাত্রীর কাছ থেকে ৫ কেজি ১৮০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে হাউজ। এ ঘটনায় ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আতাউর রহমান হবিগঞ্জের বাসিন্দা।
বুধবার (২৯ ডিসেম্বর) হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. সানোয়ারুল কবীর বলেন, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে শারজাহ থেকে আতাউর রহমান একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। ইমিগ্রেশন শেষ করে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যানিং করা হয়। ব্যাগেজ স্ক্যানিংয়ের সময় তার সঙ্গে থাকা কার্টন জাতীয় ব্যাগের ভেতর দুটি বড় হ্যামারের মধ্যে স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়।
তিনি বলেন, পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে যাত্রীর ব্যাগেজে থাকা হ্যামার কেটে ঘোষণা বহির্ভূত ৪৪ গোল্ড বার এবং তার প্যান্টের ভেতর থেকে ৫ পিস চুড়িসহ মোট ৫ কেজি ১৮০ কেজি স্বর্ণ জব্দ করা হয়। জব্দ করা সোনার আনুমানিক মূল্য তিন কোটি ৪০ লাখ টাকা।
গ্রেফতার আসামির বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থামায় কাস্টমস আইন ও ফোজদারি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।