শ্রেণীকৃত ঋণ আদায় এবং নতুন ঋণ বিতরণ বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেড গোমস্তাপুর শাখার উদ্যোগে গতকাল বুধবার দুপুরে এক ক্যাম্পের আয়োজন করা হয়। শাখা ব্যবস্থাপক মোহা: শহিদুল ইসলামের সভাপতিত্বে এ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড রিজিওনাল অফিস, চাঁপাইনবাবগঞ্জ এর সম্মানিত এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব মো: কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক তারিক আমিন, শাখার লোন অফিসার তৌহিদুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। ক্যাম্পে উপস্থিত গ্রাহকগণ অতিথিদের কাছ থেকে নিজ হাতে ঋণের টাকা গ্রহণ এবং প্রদান করেন। গ্রাহকরা দ্রুত ঋণ পরিশোধ করবেন বলে অতিথিদের আশ্বাস দেন।-প্রেস বিজ্ঞপ্তি