সেঞ্চুরিয়নে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়ে ২০২১ সাল শেষ করেছে ভারতীয় ক্রিকেট দল। সেই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পুরো ১২ পয়েন্টই পেয়েছিল তারা। কিন্তু নতুন বছরের প্রথম দিনই সেখান থেকে কেটে নেওয়া হয়েছে একটি পয়েন্ট।
মূলত স্লো ওভার রেটে ধরা পড়েছে বিরাট কোহলির দল। সেঞ্চুরিয়ন টেস্টে নির্ধারিত সময়ে একটি ওভার কম করেছে তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী প্রতিটি স্লো ওভার রেটের জন্য কাঁটা হয় একটি করে পয়েন্ট। তাই ভারতের ঝুলি থেকেও কেটে নেওয়া হয়েছে এক পয়েন্ট।
এর আগে গত আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যাম টেস্টে দুইটি স্লো ওভারের কারণে দুই পয়েন্ট হারিয়েছে ভারত। সবমিলিয়ে তাদের ঝুলিতে এখন রয়েছে আট ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ৫৪ পয়েন্ট।