নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার মাড়িয়া ঈদগাহ মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু তালহা।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল গনির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে দেন জেলা জাতীয় পার্টির আহবায়ক আলাউদ্দীন মৃধা। এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সদস্য আশরাফুল আলম খান ডাবলু, লালপুর উপজেলা আহবায়ক রাশিদুল ইসলামসহ অন্যান্যরা।
পরে জাতীয় পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিশিষ্ট সমাজসেবক বাগাতিপাড়া উপজেলার সন্তান ব্যারিস্টার আশিক হোসেনসহ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।