দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল। ভক্তদের নতুন বছরে সুখবর দিলেন তার স্বামী। গত কয়েক মাস ধরে অনুমান করা হয়েছিল অভিনেত্রী গর্ভবতী। তবে কাজল তা অস্বীকার বা নিশ্চিত করেননি।
এবার নতুন বছর উপলক্ষে খুশির খবরটি নিশ্চিত করেছেন তার স্বামী গৌতম।
জানা গেছে, শিগগিরিই এ দম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
বছরের শেষ দিনে, কাজলও গৌতমের সাথে একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিতে দুজনকে চমৎকার দেখাচ্ছিলো। ছবিটি শেয়ার করে কাজল লিখেছেন, ‘সুতরাং, আমি পুরনো শেষের দিকে চোখ বন্ধ করে রেখেছি। নতুন শুরুতে আমার চোখ খুলবো। নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানান ভক্তদের।’
কাজল ও গৌতম ২০২০ সালের অক্টোবরে মুম্বাইয়ে বিয়ে করেন। মহামারি করোনার বিধি নিষেধের কারণে বিয়েতে শুধুমাত্র পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।