রাজধানীর দারুস সালাম থানার টেকনিক্যাল মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মো. জাবেদ মজুমদার (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার সময় মারা যান তিনি।
তিনি আরও বলেন, আমরা আদাবরের নবীনগর হাউজিংয়ের ৮২ নম্বর বাসায় দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতাম। আমাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন,মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে নিয়ে গেছে দারুস সালাম থানা পুলিশ। বিষয়টি তারাই তদন্ত করছে।