স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ উদযাপন ও ২৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের ১২তম বর্ষপূর্তি অনুষ্ঠানে লতা হারবালের চেয়ারম্যান আইউব আলী ফাহিম কে ক্রেস্ট তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এম.পি। রাজধানীর সোনারগাও হোটেলে শনিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ উদযাপন ও ২৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের ১২তম বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এম.পি।
অনুষ্ঠানে জাতি গঠনে জাতির পিতার অবদানকে স্মরণ করে সব বীর শহীদের আত্মার রুহের মাগফেরাত কামনা করেন।
স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, ২৮তম বিসিএস ব্যাচটি এ সরকাররে প্রথম নিয়োগ প্রদানকারী ব্যাচ। এ ব্যাচের প্রশাসনের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা থাকা দরকার। উক্ত অনুষ্ঠানটি স্পনসর করেন মাটি কমিউনিকেশন লিমিটেড এর চেয়ারম্যান ও লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান জনাব আইয়ুব আলী ফাহিম। এসময় আইয়ুব আলী ফাহিম ২৮তম ব্যাচের সাফল্য কামনা করেন এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এবং সরকারের সব নীতি আদর্শ বাস্তবায়নে এই ব্যাচের কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রশাসন ক্যাডারের অগ্রজ ও অনুজ ব্যাচের সভাপতি-সম্পাদক ও সদস্যসহ বিভিন্ন ক্যাডারের সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর ২৮তম ব্যাচের স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। স্বাগত বক্তব্য রাখেন ২৮ তম ব্যাচের সাধারণ সম্পাদক আহসান হাবীব। আলোচনা সভা শেষে উপস্থিত সব অতিথি কেক কেটে বর্ষপূর্তি দিবস উদযাপন করেন। এরপর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।