বান্দরবানের লামায় সন্ত্রাসীর গুলিতে মংক্যচিং মার্মা (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৩ জানুয়ারি) রাত একটায় রূপসীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড অংহ্লা পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত মংক্যচিং রাঙ্গামাটি জেলার রাজস্থলীর বাঙ্গালখালী এলাকার বাসিন্দা। তিনি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালখালী এলাকার জেএসএসের সক্রিয় কর্মী ছিলেন। পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, হত্যার সংবাদ শুনে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো যাবে।