বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী এলাকায় অভিযান চালিয়ে ৫০২ পিচ ইয়াবাসহ বিশ্বজিৎ বণিক (৪০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বিশ্বজিৎ মুলাদী উপজেলার তেরচর গ্রামের নারায়ণ চন্দ্র বণিকের ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডের থানার এসআই কামাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে বিশ্বজিৎকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।