কুমিল্লায় আবাসিক হোটেল থেকে দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ জানুয়ারি) সাড়ে ১০টায় শহরের শাসনগাছা এলাকার ঝিনুক আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন বলেন, এক ঘণ্টার চেষ্টায় দরজা ভেঙে রুমে প্রবেশ করে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি।
এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত কিছু, তা তদন্ত করে দেখা হবে। হোটেল প্রবেশে সঠিক নাম-পরিচয় ব্যবহার করেছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি।