পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে সন্ত্রাসী হামলায় ১০ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
বালুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয়। তারা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপরই মূলত হামলা করে। এই বিচ্ছিন্নতাবাদীরা বালুচিস্তানের স্বাধীনতা দাবি করে। তারা ইসলামাবাদের অধীনে থাকতে চায় না।
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিদেশি সেনা সরিয়ে নেওয়ায় ও তালেবান বাহিনী আফগানিস্তানের দখল নেওয়ার পর সীমান্তবর্তী এলাকাগুলোতে অবস্থিত পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর কয়েক মাসে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে।