গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এবার একটি সিংহ মারা গেছে। এ নিয়ে এক মাসে মারা গেলো ১৩টি প্রাণী। বৃহস্পতিবার দুপুরে অসুস্থতার কারণে আফ্রিকান এই মহিলা জাতের সিংহর মৃত্যু হয়। বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গত ১১ আগস্ট প্রথমে সিংহীটির অসুস্থতা শনাক্ত হয়। পেটের দিকে পানি জমে থলির মতো অংশ ঝুলে থাকতে দেখা যায়। সিংহটির শারীরিক অসুস্থতা শনাক্ত হওয়ার পর নিয়মিতভাবে চিকিৎসা চলছিল বলে জানায় পার্ক কর্তৃপক্ষ।
সম্প্রতি সিংহটির বাম পায়ে সমস্যা, মুখ দিয়ে রক্ত বের হওয়া এবং শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা যায়। এর আগে এই পার্কে গত এক মাসে একটি বাঘ ও ১১টি জেব্রা মারা যায়। চাঞ্চল্যকর এ ঘটনার পর পার্কের প্রকল্প পরিচালক, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভেটেরিনারি চিকিৎসককে প্রত্যাহার করা হয়েছে।