বাংলাদেশ কৃষক লীগ নীলফামারী জেলার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডিমলা উপজেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। গত রবিবার (১৩ ফেব্রুয়ারি) ডিমলা উপজেলা পরিষদ অডিটেরিয়ামে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতকা উত্তোলন, বেলুন উড়ানো এবং পায়রা উড়ানোর মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন নীলফামারী জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ইয়াহিয়া আবিদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক মো. দরিজুল ইসলাম দুলাল।
ডিমলা উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক নেতা আব্দুল লতিফ তারিন, সহ-সভাপতি, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সদস্য সচিব রংপুর বিভাগীয় সমন্বয় কমিটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষক নেতা কৃষিবিদ লুৎফুল বারী আল-ওসমানী ও কৃষক নেতা খন্দকার মো. জাহাঙ্গীর আলম, সদস্য- বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, কৃষক নেতা মো. আজাহারুল ইসলাম নীলফামারী জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব, মো. আনোয়ারুল হক সরকার মিন্টু সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ডিমলা উপজেলা শাখা এবং কৃষিবিদ মো. আজিজুল ইসলাম, নীলফামারী জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্ততি কমিটির যুগ্ম আহবায়ক।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন- ডিমলা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, তাতিলীগ ও মৎসজীবি লীগের নেতৃবৃন্দ সহ ডিমলা উপজেলা কৃষক লীগের কাউন্সিলর এবং ডেলিগেটদের উপস্থিতিতে সকলের সর্বসম্মতিক্রমে মো. দরিজুল ইসলাম দুলালকে সভাপতি এবং মো. আব্দুর রাজ্জাক সরকারকে সাধারণ সম্মাদক হিসেবে নির্বাচন করা হয়। সাংগঠনিক নিয়ম অনুযায়ী নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
উক্ত কমিটি আগামী ৩ (তিন) বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। সম্মেলন সফল করার জন্য ডিমলা কৃষক লীগের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি মো. দরিজুল ইসলাম দুলাল কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা কৃষক লীগের সকল নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।