1. admin@ajkerbangla24.com : admin :
রবিবার, ২২ মে ২০২২, ০১:১১ পূর্বাহ্ন

মিনিস্টার গ্রুপের চেয়ারম্যানের বাসায় ইফতার মাহফিল

আজকের বাংলা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৮ বার পঠিত

মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এমএ রাজ্জাক খানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নিজ বাসভবনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল মুহাম্মদ ফারুক খান (অব.) এমপি, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন) এমপি, সভাপতি জসিম উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, আমিন হেলালী, হাবিব উল্লাহ ডন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মওলা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, এফবিসিসিআই-এর সাবেক সহসভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদ ও নিজাম উদ্দিন রাজেশসহ এফবিসিসিআই-এর অন্যান্য ডিরেক্টরবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজনে অংশ নেয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এমএ রাজ্জাক খান।

এসময় উপস্থিত সকলের পরিবার ও পরিজনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ আজকের বাংলা ২৪
Themes customized By Theme Park BD