ই প্রজন্মের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও কেয়া পায়েলকে নিয়ে ঈদ কেন্দ্রিক একটি নাটক নির্মাণ করেছেন নির্মাতা মুহাম্মদ মিফতা আনান। যার নাম ‘জান কোরবান’।
নাটকটিতে উঠে আসছে কোরবানির ঈদের দিনের মজার গল্প। যে গল্পে থাকছে সরাসরি গরু কোরবানির প্রসঙ্গও।
আসছে ঈদে নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।